|
---|
নাসিমা লস্কর, কুলতলি, দক্ষিণ চব্বিশ পরগনা : রানু ইংলিশ একাডেমির বাৎসরিক অুনুষ্ঠান ও কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা ও গুনিজন সন্মান অনুষ্ঠানের মধ্যে দিয়ে রবীন্দ্র জয়ন্তী উদযাপন করা হলো জয়নগর শিবনাথ শাস্ত্রী সদন টাউন অডিটোরিয়াম হলে। বেলা ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অনুষ্ঠান চলে। এই অনুষ্ঠানের সভাপতি ছিলেন গৌতম মৃধা, প্রধান অতিথি জয়প্রকাশ মন্ডল, উপস্থিত ছিলেন ডঃ পঞ্চনন হালদার বঙ্গবাসী কলেজ এর অধ্যাপক ও রাণু ইংলিশ একাডেমি প্রতিষ্ঠাতা, সন্দীপ ব্যানার্জী-এমিনেন্ট শিক্ষাবিদ, জয়প্রকাশ মন্ডল অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞানে বঙ্গবাসী কলেজ, গীতা নন্দী সম্পাদক প্রত্যয় ও বিবেক তরঙ্গ, স্কুল ইন্সপেক্টর জয়নগর উত্তর কৃষ্ণনেন্দু ঘোষ, জয়নগর থানার প্রতিনিধি, উপস্থিত ছিলেন প্রত্যয়ের চিফ কোচ শিহাণ দেবব্রত হালদার, জয়নগর পৌরসভার চেয়ারম্যান, বিশিষ্টজনেরা।
এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে বহুপ্রতিভা কৃতি ছাত্র ছাত্রী। তাদের সংবর্ধনা ও মেডেল প্রদান করা হয়। এই অনুষ্ঠানে প্রত্যয়ের ছাত্রীরা অভিনব আত্মরক্ষার কৌশল অবলম্বনে মঞ্চস্ত করে “সেকাল একাল”, উক্ত অনুষ্ঠানে কয়েকশো ছাত্র ছাত্রী, অভিভাবক অভিভাবিকা ও বিশিষ্টগুনিজনের সমাগমে নাচ, গান, কবিতা পাঠ, বক্তৃতা সব মিলিয়ে অনুষ্ঠান সাফল্য অর্জন করে।