|
---|
নিজস্ব সংবাদদাতা : রথখোলা নামটি শিলিগুড়ির বুকে পরিচিত নাম, প্রতিবছর এখানে রথের মেলা বসে। দূর দূরান্ত থেকে প্রচুর লোক এই মেলায় অংশগ্রহণ করতে আসেন।
মেলার প্রধান মেনু পাপড় ভাজা জিলাপি ফুচকা, ৮ থেকে ৮০ সবারই পছন্দ। দুই বছর রথখোলা স্পোর্টিং ক্লাব করোনার কারণে সেই ভাবে বড় পুজো করতে পারেনি।
কিন্তু এই বছর নিউ নরমাল পজিশন, তাই রথখোলা স্পোটিং ক্লাবের এবারে পুজো জমজমাট। এবারে তাদের পুজোর থিম লেটার বক্স, বনেদিয়ানা ও সাবেকিয়ানার মিশ্রণ রয়েছে এবারে তাদের পুজোয়।
তৃতীয়ার দিন এই পূজা মন্ডপের উদ্বোধন হয়েছে, মন্ডপের উদ্বোধন করেছেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরো নিগমের মেয়র গৌতম দেব, এছাড়া আরো অন্যান্যরা।