মহারাষ্ট্রের শনিবার রাতে আকাশে আলোর ছটা, উল্কাবৃষ্টি নয় চিনা রকেটের ধ্বংসাবশেষ

নতুন গতি নিউজ ডেস্ক: মহারাষ্ট্রের শনিবার রাতের আকাশে আলোর ঝলকানি দেখা যায়। প্রথমে মনে করা হচ্ছিল উল্কা বৃষ্টি হচ্ছে। তবে পরে খবর নিয়ে জানা যায় চিনা রকেট এর ধ্বংসাবশে এর কারণে আলোর ছটা সৃষ্টি হয়েছে আকাশে।

    গত ফেব্রুয়ারি মাসে চিন মহাকাশে একটি রকেট উৎক্ষেপণ করে। দুই মাস যেতে না যেতেই নামে বিপত্তি, শনিবার পৃথিবীর বায়ুমন্ডলে ঢুকে পড়ে রকেটটি। তারপরে সেটি ধ্বংস হয়ে যায়। এই কারণে রাতে ঐরকম আলোর ছটা দেখা গিয়েছিল। তবে ভয়ের কোন কারণ নেই রকেট এর ধ্বংসাবশেষ কোনভাবেই পৃথিবীর মাটিতে পড়বে না। এই দৃশ্য দেখে প্রথমে কিছুটা হলেও অবাক হন অনেকেই। পরে ব্যাপারটা জানাজানি হলে পুরো বিষয়টি সবাই বুঝতে পারে।