ভুয়ো প্রোফাইল থেকে তাঁর ও দলের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন শহর তৃণমূল সভাপতি

নিজস্ব সংবাদদাতা : উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) বনগাঁর (Bangaon) ছায়া কি এবার নদিয়ার (Nadia) রানাঘাটে (Ranaghat)? বুধবার চেয়ারম্যান নির্বাচন নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন বনগাঁর তৃণমূল কাউন্সিলর (TMC Councillor)। পরের দিনই সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল হয়েছে এই ফেসবুক পোস্ট (Facebook Post)। যে প্রোফাইল থেকে পোস্টটি করা হয়েছে, তার নাম ‘রানাঘাট তৃণমূল কংগ্রেস পরিবার’। রানাঘাট শহর তৃণমূল সভাপতি ও ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পবিত্রকুমার ব্রহ্ম-র ছবি দিয়ে ফেসবুক পোস্টে লেখা হয়েছে, ‘অর্থ দিয়ে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের পদ কিনে নিয়ে ষড়যন্ত্র করে রানাঘাট পুরসভার বোর্ড গঠন হল আজ। যে মানুষটি ৩৫ বছরের কাউন্সিলর, সব থেকে বয়োজ্যেষ্ঠ, সে জায়গা পেল না কোনও পদে। এই মানুষটির বিরুদ্ধে হল ষড়যন্ত্র। এই মানুষটিকে যোগ্য সম্মান দেওয়া হল না। টাকা দিয়ে পদ কিনে বাকি দুজন চেয়ারম্যান আর ভাইস চেয়ারম্যান হয়ে গেল। ছিঃ! লজ্জা!’বুধবারই রানাঘাট পুরসভায় বোর্ড গঠিত হয়েছে। চেয়ারম্যান পদে কোশলদেব বন্দোপাধ্যায় ও ভাইস চেয়ারম্যান পদে আনন্দ দে শপথ নিয়েছেন। তার কয়েক ঘণ্টার মধ্যে এই পোস্ট সামনে আসতেই শুরু হয় বিতর্ক। বিতর্কিত পোস্ট ট্যাগ করে রানাঘাটের শহর তৃণমূল সভাপতি দাবি করেন, ভুয়ো প্রোফাইল থেকে তাঁর ও দলের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। রানাঘাট থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন শহর তৃণমূল সভাপতি।পবিত্রকুমার ব্রহ্মর দাবি, ‘ওই ফেসবুক প্রোফাইল আমাদের দলের নয়। দলের সিদ্ধান্ত মতোই আমাদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। কেউ বা কারা আমাদের বদনাম করবার জন্য এই ধরনের পোস্ট করেছে। বিষয়টি জানতে পাওয়ার পরই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। পুলিশ ঘটনার তদন্ত করলেই প্রকৃত সত্য উদ্ঘাটন হবে।’এ প্রসঙ্গে রানাঘাট সাংগঠনিক জেলা কো-অর্ডিনেটর দীপক বসু বলেছেন, ‘আমাদের দলের প্রবীণ কাউন্সিলর পবিত্র ব্রহ্ম ১৯৯০ সাল থেকে নির্বাচিত হয়েছেন। অভিজ্ঞতা সম্পন্ন, দায়িত্বশীল, কর্মঠ নেতাকে নিয়ে ফেসবুকে বিভিন্নরকম পোস্ট হচ্ছে, যা বিভ্রান্তিমূলক। এটা বিরোধীদের প্রচার। আমাদের দলে বিভেদ, ভুল বোঝাবুঝি তৈরির চক্রান্ত। ধিক্কার জানাই।’পাল্টা নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপি সহ সভাপতি স্বপনকুমার দামের দাবি, ‘তৃণমূল কংগ্রেস ভোটে জয়লাভ করেছে ছাপ্পা ও রিগিং করে। সেখানে টাকা দিয়ে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান হয়েছে এই কথাটা ভুল কোথায়। ওরাই ফেসবুকে পোস্ট করেছে। আমাদের দলের কেউ এই রকম পোস্ট করেনি।’

    ২০ ওয়ার্ডের রানাঘাট পুরসভায় ১৯ আসনে জয়ী হয়েছে তৃণমূল। তারপরেও বোর্ড গঠন নিয়ে বিতর্ক পিছু ছাড়ল না শাসক দলের।