২০২১ সালে সম্পদের হিসেবে আম্বানি, বেজোস ও মাস্কদের পিছনে ফেলে এগিয়ে গৌতম আদানি

নতুন গতি নিউজ ডেস্ক: ২০২১ সালে সম্পদের হিসেবে আম্বানি কিংবা জেফ বেজোস, এলন মাস্কদের পিছনে ফেলে দিয়েছেন আদানি গ্রুপের কর্তা গৌতম আদানি। গত বছর তাঁর সম্পদ বৃদ্ধির পরিমাণ ৪ হাজার ৯০০ কোটি মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় তিন লক্ষ ৭৩ হাজার কোটি।

    নৌবন্দর থেকে বিমানবন্দর, তাপবিদ্যুৎ থেকে কয়লা, নানা ক্ষেত্রে ছড়িয়ে রেখেছেন ব্যবসা। তাঁর সম্পদের মোট পরিমাণ ৮১০০ কোটি মার্কিন ডলার। নতুন বছরের গোড়াতে রাষ্ট্রায়ত্ত সংস্থা এনটিপিসিকে দশ লক্ষ টন ‘থার্মাল কোল’ জোগান দেবে আদানির সংস্থা। বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে ব‌্যবহৃত কয়লা আমদানিকারক হিসাবে এক নম্বরে এমনিতেই রয়েছে আদানি গোষ্ঠী। বছরের শুরুতেই ওই বরাত মেলায় রাতারাতি সম্পত্তির গ্রাফ আরও ঊর্ধ্বমুখী হয়েছে আদানির।