|
---|
নিজস্ব সংবাদদাতা : পশ্চিমবঙ্গের পর এবার রাজস্থান, আবারও ধর্ষকদের নির্মম নির্যাতনের শিকার হলেন এক তরুণী। পরিচয় গোপন করতে জীবন্ত অবস্থাতেই পুড়িয়ে দেওয়া হল তাঁকে।বৃহস্পতিবারের পর শুক্রবার, পশ্চিমবঙ্গের পর রাজস্থান। ভারতে নারী নির্যাতনের একের পর এক পাশবিক ছবি ভাইরাল হয়ে চলেছে নেট দুনিয়ায়। পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণার বসিরহাটের পর এবার দ্বিতীয় ঘটনা প্রকাশ্যে এল রাজস্থান রাজ্যের। তরুণীর ওপর নির্মম নির্যাতন চালাল ধর্ষকরা!
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, প্রকাশ্য দিবালোকে রাস্তার ধারে পড়ে রয়েছে তরুণীর দোমড়ানো-মোচড়ানো পোড়া লাশ। তাঁকে ঘিরে প্রচুর স্থানীয় মানুষের জমায়েত। রাতের অন্ধকারে এই ভয়ঙ্কর কাণ্ড ঘটে গেছে রাজস্থানের জয়পুরের পাপাড় রোডের ওপর।
মৃতদেহ দেখতে পেয়েই স্থানীয় থানায় খবর দিয়েছেন এলাকার মানুষ। পুলিশের প্রাথমিক অনুমান অনুযায়ী, কোনও ২৫-৩০ বছর বয়সি অজ্ঞাতপরিচয় তরুণীকে ধর্ষণ করে পুড়িয়ে দেওয়া হয়েছে। শরীর এতটাই পুড়ে গেছে যে, ওই তরুণীর পরিচয় উদ্ধার করা খুবই কঠিন। ধর্ষণের পর জীবন্ত অবস্থাতেই তাঁর গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা।