মণিপুর হিংসা: তথ্য পেশ রাজ্য সরকার ও পুলিশের

দেবজিৎ মুখার্জি: মণিপুরে হাসপাতালের মর্গে বেওয়ারিশ ৯৬ জনের মরদেহ পড়ে আছে। রাজ্য সরকার জানিয়েছে, গত চার মাসের সহিংসতায় এখন পর্যন্ত ১৭৫ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে এক হাজার ১১৮ জন। এখন পর্যন্ত ৩৩ জন নিখোঁজ রয়েছে। যদিও মানবাধিকার কর্মীদের দাবি, প্রকৃত সংখ্যা আরো অনেক বেশি।

     

    পুলিশ জানিয়েছে, মণিপুরে অন্তত ৫১৭২ স্থানে আগুন লাগানোর ঘটনার অভিযোগ রয়েছে – ৪৭৮৬টি বাড়ি, ২৫৪টি গির্জা এবং ১৩২টি মন্দির। সরকারি অস্ত্রাগার থেকে পাঁচ হাজার ৬৬৮টি অস্ত্র লুট হয়েছে। এক হাজার ৩২৯টি অস্ত্র পরে উদ্ধার করা হয়েছে। এছাড়া মণিপরের বিভিন্ন স্থান থেকে আরো ১৫ হাজার ৫০টি গোলাবারুদ এবং অন্তত ৪০০টি বোমা উদ্ধার করা হয়েছে। অন্তত ৩৬০টি অবৈধ বাঙ্কার ধ্বংস করা হয়েছে।