|
---|
সেখ সামসুদ্দিন ১৬ সেপ্টেম্বর সিপিআইএমের শ্রমিক সংগঠন সি আই টি ইউ এর রেলওয়ে স্টেশন ম্যানেজারের কাছে ডেপুটেশন। কয়েক দফা দাবির ভিত্তিতে এদিন বিকালে ডেপুটেশন দিতে যান সি আই টি ইউ জেলা নেতা বদ্রীচরণ লাহা, জেলা সদস্য সনৎ ব্যানার্জী, কালু রায় সহ নেতৃত্ব। ডেপুটেশনে দাবি-দাওয়ার মধ্যে সাড়ে চার বছর ধরে বন্ধ থাকা উত্তর প্রান্তের টিকিট কাউন্টার চালু করা, রেলওয়ে ওভারব্রিজ সংস্কার, কারণে অকারণে মাল গাড়ি দাঁড় করিয়ে রেখে সাধারণ মানুষের পারাপারের সমস্যা, জি টি রোড রেলওয়ে ব্রিজ ইত্যাদি। বক্তব্য রাখেন সনৎ ব্যানার্জী, পীযূষ কান্তি বিশ্বাস, প্রশান্ত কুমার সহ নেতৃত্ব।