|
---|
বাইজিদ মণ্ডল ডায়মন্ড হারবার:-আজ ১৬ ই সেপ্টেম্বর শনিবার বৈকাল ৩ টার সময় ডায়মন্ড হারবার নেহরু যুব কেন্দ্রের সহযোগিতায় সিংহের চক পল্লী উন্নয়ন সমিতির উদ্যোগে “মেরী মাটি মেরা দেশ”এই প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের সুচনাতে দেশাত্মবোধক সংঙ্গীত দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়।অনুষ্ঠানে উপস্থিত অতিথি বৃন্দদের চন্দন ও ব্যাচ পরিয়ে বরন করে নেওয়া হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অশোক সাহা জেলা যুব সংজোযক নেহরু যুবকেন্দ্র ডায়মন্ড হারবার, সন্দীপ পুরকাইত পঞ্চায়েত সদস্য ,অমরেন্দ্রনাথ হালদার প্রাক্তন শিক্ষক,পুতুল হালদার প্রাক্তন শিক্ষিকা,নিরঞ্জন চক্রবর্তী প্রাক্তন শিক্ষক, সুরঞ্জন চক্রবর্তী সভাপতি সিংহের চক পল্লী উন্নয়ন সমিতি।এছাড়া ও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে প্রায় শতাধিক পুরুষ ও মহিলা। প্রায় তিন কিলোমিটার রাস্তা র্যালী করে মাটি সংগ্ৰহ করা হয়,এই মাটি একত্রিত করে জেলা স্তর থেকে রাজ্যস্তর হয়ে দিল্লিতে পোঁছবে এই নিয়ে এলাকার সাধারণ মানুষের কাছে বর্তা দেওয়া হয়।