মহাত্মা গাঁধী-র সার্ধশত জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আন্ত:বিদ্যালয় কুইজ প্রতিযোগিতা কেশপুরে

সেখ মোহাম্মদ ইমরান, নতুন গতি, কেশপুর:-

    পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তরের উদ্যোগে ও পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর -১ চক্রের ব্যবস্থাপনায় মহত্মা গাঁধী-র সার্ধশত জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বর্ষব্যাপী আয়োজনের তৃতীয় পর্যায়ে আন্ত:বিদ্যালয় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হল কোঁয়াই উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। উচ্চ প্রাথমিক বিভাগে বিজয়ী বিদ্যালয় তোড়িয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। দ্বিতীয় স্থান অধিকার করে কোঁয়াই উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। তৃতীয় স্থানাধিকারী গড়সেনাপত্যা জুনিয়র হাইস্কুল। মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক বিভাগে বিজয়ী বিদ্যালয় তোড়িয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। দ্বিতীয় স্থান অধিকার করে গোলাড় সুশীলা বিদ্যাপীঠ। তৃতীয় স্থান দখল করে কোঁয়াই উচ্চ মাধ্যমিক বিদ্যালয়।


    এছাড়াও চক্রের প্রাথমিক বিদ্যালয়গুলিকে নিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের দ্বিশততম জন্মবার্ষিকী ও মহত্মা গাঁধীর সার্ধশত জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আন্ত: বিদ্যালয় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই স্তরের প্রতিযোগিতাতে বিজয়ী হয় মুণ্ডলিকা প্রাথমিক বিদ্যালয় । দ্বিতীয় স্থান অধিকার করে গোপীনাথপুর প্রাথমিক বিদ্যালয়।তৃতীয় স্থান অধিকার করে কেঁওসা প্রাথমিক বিদ্যালয় ।
    এই প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন অবর বিদ্যালয় পরিদর্শক শ্রীমতি শৈলজা চন্দ্র মণ্ডল, কোঁয়াই উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রীযুত সমর হাজারী, সহ প্রধান শিক্ষক সূর্যকান্ত গিরি, আয়োজক চক্র কমিটির পক্ষে শিক্ষক চঞ্চল হাজরা, অর্ণব দাশ, অতনু ত্রিপাঠী, দীপক রায়, দীপঙ্কর শীট প্রমুখ ।
    কুইজ প্রতিযোগিতাটি পরিচালনা করেন মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষে শিক্ষক অরিন্দম দাস, সেখ সেলিম।


    এই অনুষ্ঠানের সঞ্চালক তথা চক্র কমিটির সদস্য স্নেহাশিস চৌধুরী জানান ,”বর্ষব্যাপী আয়োজনের এটি ছিল তৃতীয় পর্যায়। ইতিমধ্যে আমরা গান্ধিজীর জীবন ও কর্মধারা নিয়ে প্রবন্ধ, আলোচনা, নাটক প্রতিযোগিতা সম্পন্ন করেছি।
    গান্ধিজীর শিক্ষা নিয়ে সেমিনার আয়োজন করা হবে। আয়োজনের বর্ষপূর্তির দিন অর্থাৎ আগামী ২অক্টোবর, ২০২০
    শোভাযাত্রা, স্মরণানুষ্ঠান তৎসহ একটি স্মারক স্যুভেনির প্রকাশিত হবে। চক্রের সমস্ত বিদ্যালয় গুলিকে নিয়ে আগামীদিনেও যাবতীয় সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালিত হবে।”
    অনুষ্ঠানে শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। আয়োজক কোঁয়াই উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাঁর বিদ্যালয় টিকে এমন মনোজ্ঞ অনুষ্ঠানের কেন্দ্র হিসেবে বিবেচনা করার জন্য চক্র কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠান ঘিরে শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবকদের মধ্যে আগ্রহ সঞ্চারিত হয়।