চশমার খাপের সূত্র ধরেই ভারত-বাংলাদেশ সীমান্তে তরুণী খুনের কিনারা করল পুলিশ!

নিজস্ব সংবাদদাতা : চশমার খাপে লেখা ছিল ‘ফরিদপুর’। আর সেই সূত্র ধরেই ভারত-বাংলাদেশ সীমান্তে তরুণী খুনের কিনারা করল পুলিশ । গ্রেফতার করা হয়েছে এক ব্যক্তিকে।গলার নলি কাটা, হাত-পা বাঁধা, ওড়না দিয়ে বাঁধা মুখ বেরোচ্ছিল ধোঁয়া ! মঙ্গলবার উত্তর ২৪ পরগনার  স্বরূপনগরের গোবিন্দপুর গ্রামে কাঁকরোল খেতের মধ্যে এভাবেই পড়েছিল অজ্ঞাতপরিচয় তরুণীর অর্ধদগ্ধ দেহ। সেই ঘটনায় এবার বিছারি সীমান্ত থেকে নেশার আলি মোল্লা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ।

     

    স্থানীয়দের দাবি, তরুণীর দেহের পাশেই পড়েছিল বাংলাদেশের (Bangladesh) ফরিদপুরের ঠিকানা লেখা চশমার খাপ, মোবাইল ফোনের ব্যাক কাভার ও একটি ব্যাকপ্যাক। সেখান থেকেই জানা যায় তরুণীর পরিচয়। জানা গেছে, ঢাকার শ্যামপুরে তাঁর বাড়ি। মুম্বইয়ে একটি বিউটি পার্লারে কাজ করতেন। সেখান থেকেই বাড়ি ফিরছিলেন। পুলিশ সূত্রে দাবি, প্রাথমিক তদন্তে তাঁদের অনুমান, টাকা ও গয়নার হাতাতেই খুন করা হয়েছে তরুণীকে।

     

    বসিরহাটের পুলিশ সুপার জানিয়েছেন, মৃত তরুণী বাংলাদেশের ঢাকার বাসিন্দা। নাম সুমাইয়া আখতার। মুম্বইয়ে একটি বিউটি পার্লারে কাজ করতেন ওই তরুণী। নগদ টাকা ও সোনার গয়না নিয়ে অবৈধভাবে বাংলাদেশে ফিরছিলেন তিনি। সেই টাকা ও গয়না ছিনিয়ে নেয় দুষ্কৃতীরা। বাধা দিতে গেলে তাঁকে খুন করে মুখ পুড়িয়ে প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়। ঘটনায় নেসার মোল্লা নামে স্বরূপনগরের বাসিন্দা এক দালালকে গ্রেফতার করেছে পুলিশ।

     

    প্রাথমিকভাবে পুলিশের অনুমান লুঠের উদ্দেশেই খুন করা হয়েছে ওই তরুণীকে। সানগ্লাসের খাপে ফরিদপুর লেখার সূত্র ধরে নিহতের পরিচয় জানতে পারে পুলিশ। ছুরি দিয়ে গলা কেটে খুন করা হয়েছে বলে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে ইঙ্গিত মিলেছে। বাংলাদেশ পুলিশের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।