|
---|
বাবলু হাসান লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা :
“দুইটি মিনিট করলে ব্যায়, একটি প্রাণ বাঁচে”। ভ্রাতৃত্ব দৃঢ় হউক রক্তের বন্ধনে। আজ মৌদি ভ্রাতৃ সংঘের পরিচালনায়, সেন্ট্রাল ব্লাড ব্যাংকের সহযোগিতায়, রক্তদান উৎসব ২০২২ অনুষ্ঠিত হল। এই মহতী আয়োজনে গৌরবময় উপস্থিতি, পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তরের সম্মানীয় রাষ্ট্রমন্ত্রী দিলীপ মন্ডল, এছাড়াও উপস্থিত ছিলেন বিষ্ণুপুর দক্ষিণ গৌরীপুর অঞ্চলের প্রধান সহ সকল সদস্যগণ ও রক্ত দাতাগণ।
শত কর্ম ব্যস্ততার মাঝেও এই রক্তদান উৎসবে মন্ত্রী সাহেবের উপস্থিতিতে আনন্দে উৎসাহিত হন সংঘের সদস্যবৃন্দ।প্রায় ১৫০ জন রক্ত দাতা রক্ত দান করেছেন। মহিলা রক্ত দাতা চোখে পড়ার মতো। বিগত বছরের ন্যায় এমনি অনুষ্ঠান করতে পেরে কর্মকর্তারা বেজায় খুশি।