|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: নবান্নে আজ সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “ঘূর্ণিঝড় ইয়াসের ফলে যাদের ক্ষতি হয়েছে সে সেই হোক না কেন, রাজনীতি, ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে সবাইকে আমরা সাহায্য করার চেষ্টা করব। ৩ জুন থেকে ১৮ জুন পর্যন্ত দুয়ারে ত্রাণ করা হবে। এটি দুয়ারে সরকারের একটি প্রকল্প। গ্রামে এবং ব্লকে এটি চলবে। এর জন্য আবেদন করতে হবে। ১৯ জুন থেকে ৩০ জুন পর্যন্ত প্রতিটি আবেদন খুঁটিয়ে দেখা হবে। এরপর ১ জুলাই থেকে ৮ জুলাই-র মধ্যে ব্যাঙ্কের মাধ্যমে আবেদনকারীদের কাছে ত্রাণ পৌঁছে দেওয়া হবে।”