খড়্গপুরে প্রয়াত দুই বাম নেতা শোভানাথ বসু ও তুষারকান্তি পঞ্চাননের স্মরণসভা

নিজস্ব সংবাদদাতা,নতুন গতি, খড়গপুর: সিপিআইএমের খড়্গপুর শহর পূর্ব এরিয়া কমিটির উদ্যোগে ইন্দায় অবিভক্ত মেদিনীপুর জেলার কমিউনিষ্ট নেতা ও গণআন্দোলনের অন্যতম সংগঠকদ্বয় প্রয়াত শোভানাথ বসু ও তুষারকান্তি পঞ্চাননের স্মরণসভা হলো স্বাস্থ্যবিধি মেনে।

    রবিবার আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন দলের বর্ষীয়ান নেতা দীপক সরকার , জেলা সম্পাদক তরুন রায়সহ জেলা পার্টির অন‍্যান‍্য নেতৃবৃন্দ। প্রয়াত নেতৃত্বের পরিবারের সদস্যরা স্মৃতিচারণ করেন। জাতীয় কংগ্রেস ও সিপিআই নেতৃত্বও এদিনের স্মরণ সভায় বক্তব্য রাখেন। শুরুতে রেলওয়ে পেনসনার্স অ্যাসোসিয়েশন ও গণজাগরণ কন্ঠের সদস্য-সদস‍্যারা গণসংগীত পরিবেশন করেন। স্মরণসভার পরে বিজেপি পরিচালিত কেন্দ্রীর সরকার ও রাজ‍্যের তৃণমূল সরকারের জনস্বার্থে বিরোধী বিভিন্ন বিরুদ্ধে প্রতিবাদ মিছিল সংগঠিত হয়। মিছিলে জেলা সম্পাদক সহ জেলা নেতৃবৃন্দ ও খড়্গপুর শহরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।