ধর্মঘটের সমর্থনে ১২ ই জুলাই কমিটির পথসভা

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: কেন্দ্রের কৃষি আইন বাতিল, শ্রম আইন বাতিল এবং বেকারদের কর্মসংস্থানের দাবিসহ আরো অন‍্যান‍্য দাবিতে আগামী ২৬ নভেম্বর দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে বামপন্থী কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহ। তারই সমর্থনে শনিবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের বটতলা চক ও পঞ্চুর চকে পথসভার আয়োজন করা হয় শিক্ষক ও কর্মচারীদের যৌথ সংগঠন ১২ জুলাই কমিটির পক্ষ থেকে। এই পথসভাগুলি থেকে জণগনকে আগামী ২৬ শে নভেম্বর দেশব্যাপী ধর্মঘটে সামিল হওয়ার আহ্বান জানানো হয়।

     

    বক্তব্য রাখেন দেবাশীষ চ‍্যাটার্জী, প্রণব দে,পল্লব সরকার, পাপিয়া চৌধুরী, কিরণ প্রামাণিক, শান্তনু হালদার, দুলাল দত্ত,প্রদ‍্যুৎ সরকার, মানস মিদ‍্যাসহ ১২ই জুলাই কমিটির অন্যান্য নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন বর্ষীয়ান নেতৃত্ব অশোক ঘোষ সহ অন্যান্যরা।