সাম্প্রদায়িক দাঙ্গার সাক্ষী মধ্যপ্রদেশের খারগোন! তালাব চক মসজিদের কাছে সংঘর্ষ দুই সম্প্রদায়ের

নতুন গতি নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গ, গুজরাট ও ঝাড়খণ্ডের পর এবার রামনবমী ঘিরে সাম্প্রদায়িক দাঙ্গার সাক্ষী মধ্যপ্রদেশের খারগোন।

    জানা গিয়েছে, রবিবার রামনবমী উপলক্ষে খারগোনের তালাব চক এলাকা থেকে একটি মিছিল বের হয়েছিল। মিছিল চলাকালীন একটি উসকানিমূলক গান বাজানোর বিরোধিতা করলে তালাব চক মসজিদের কাছে সংঘর্ষ শুরু হয়।

    একদল জনতা মসজিদ এবং তার আশেপাশে থাকা বাড়িগুলি লক্ষ্য করে পাথর ছোড়ে। কমপক্ষে ১০টি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার গ্যাসের শেল অবধি ফাটানো হয়। এই ঘটনায় পুলিশ সুপার সহ ৭ জন পুলিশ কর্মী আহত হয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত, তাঁরা প্রত্যেকেই এখন ভালো আছেন। এবং এখনো পর্যন্ত গ্রেফতার ৭৭ এবং জারি করা হয়েছে কারফিউ।