|
---|
নিজস্ব সংবাদদাতা, সিউড়ী: অ্যাসিড আক্রান্ত বীরভূমের এক মাধ্যমিক পরীক্ষার্থী। বিশেষ সূত্রে জানা যায়, নাবালিকাকে পরীক্ষা কেন্দ্রের বাইরে এ্যসিড হামলা চালায় তার স্বামী। অভিযুক্ত কে গ্রেপ্তার করা হয়েছে। এরই মধ্যে ভিকটিম কমপেনসেশন স্কিম মোতাবেক ঐ নাবালিকার চিকিৎসার জন্য অন্তবর্তীকালীন এক লক্ষ টাকা ক্ষতিপূরনের সুপারিশ করে দিলো বীরভূম ডিস্ট্রিক লিগ্যাল সার্ভিসেস অথরিটি। মাধ্যমিক পরীক্ষার শেষ দিনে এক নাবালিকা গৃহবধূ মাধ্যমিক পরীক্ষা দিতে যায়। এ্যসিড আক্রান্ত ঐ নাবালিকার হাত ও মুখ ক্ষতিগ্রস্ত হয়। তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে ভিকটিম কমপেনসেশন হিসেবে একদিনের মধ্যেই ঐ নাবালিকার চিকিৎসা জনিত ক্ষতিপূরন বাবদ অন্তবর্তীকালীন ১ লাখ টাকা কমপেনসেশন এর সুপারিশ করে দিয়েছে বীরভূম জেলা আদালতের ডিস্ট্রিক লিগ্যাল সার্ভিসেস অথরিটি। ডিস্ট্রিক লিগ্যাল সার্ভিসেস অথরিটির এই তৎপরতায় যথেষ্ট উপকৃত হচ্ছেন নিগৃহীতার পরিবার।