সারাদেশে পালিত হল বসন্ত উৎসব হোলি ও শবে বরাত

বাবলু হাসান লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা: একই দিনে দুই সম্প্রদায়ের ধর্মীয় উৎসব অনুষ্ঠিত হল। একদিকে রং নিয়ে খেলতে দেখা গেল একদল মানুষকে অপর দিকে ধর্মীয় প্রতিষ্ঠানে ঈশ্বরের আরাধনায় ব্রতী এক দল ধর্মপ্রাণ মানুষকে। হোলি ও শবেবরাত ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঐতিহ্যমন্ডিত দিনটিকে যথাযথ মর্যাদায় পালন করছেন ধর্মপ্রাণ মানুষ জন। বিশেষ মুহূর্তের এই অনুষ্ঠানে ভারতবর্ষের প্রতিটি কোনায় কোনায় আজকের দিনটির তাৎপর্য কল্পনাতীত। দোলযাত্রা,বসন্ত উৎসব, হোলি, লাল নীল হলুদ আবিরের রংএ জীবনের প্রতিটি অধ্যায়ে হয়ে উঠুক রঙিন ও স্বপ্নময়। আগামী দিনগুলোতে ভালোবাসা আনন্দ ও রঙিন জীবন সমৃদ্ধি হউক ।

    শবে বরাত অর্থাৎ আজকের রাতে নিজেদের মঙ্গলকামনায় অর্থাত্ পরিবারের যে সমস্ত ব্যক্তিরা মারা গেছেন তাদের আত্মার শান্তি কামনায় ঈশ্বরের কাছে রাত জেগে আরাধনা করতে দেখা যায়। আজকের এই রাত ইসলাম ধর্মাম্বলীদের কাছে অতি পবিত্র আজকের রাতের ইসলাম ধর্মাম্বলীরা ঈশ্বরের আরাধনা করেন। দান-খয়রাত এবং গরিবদের অন্ন তুলে দেন আজকের দিনে। বিশেষ করে সংগতিসম্পন্ন ব্যক্তিরা আজকের দিনে দান-খয়রাতের মাধ্যমে দিনটি উদযাপন করেন। কোথাও বিশেষ করে বাড়িতে রান্না করা খাবার অসহায় ব্যাক্তিদের খাওয়ানোর ব্যবস্থা করেন। যে সমস্ত পরিবারগুলি ঠিকমত ভালো ভালো খাবার খেতে পারেনা তাদের মুখে অন্ন তুলে দেন। কোথাও বা আজ মুসলিম সমাধিস্থল (কবরস্থানে) আলো জ্বালিয়ে বিশেষ প্রার্থনা করতে দেখা যায়। কোথাওবা রঙিন আলো সহ শব্দ বাজির দেখা মেলে। বিভিন্ন ভাবে ঈশ্বরের নৈকট্য লাভের ভিন্ন ভিন্ন মাধ্যমে আরাধনায় ব্রতী ধর্মপ্রাণ মানুষ জন।