ঈদুল আজাহা নিয়ে মুর্শিদাবাদ জেলা ইমাম প্রতিনিধির আবেদন

 

    আলম সেখ, নতুন গতি, মুর্শিদাবাদ : দীর্ঘ ৭ মাস থেকে মহামারী করোনা ভাইরাসে জর্জরিত দেশ তথা পৃথিবী, এই মহামারী চলাকালীন আমাদের মধ্যে এসেছিল পবিত্র মাহে রমজান, আমরা সকলেই ঘড়ের মধ্যে আবদ্ধ থেকে দীর্ঘ ১ মাস পালন করেছি রমজান, আমরা ঈদের দিনও বাড়িতে থেকে পালন করেছি ঈদ। আমাদের মধ্যে থেকে এখনও মহামারী করোনা ভাইরাসের দুশ্চিন্তা যায়নি আগামীকাল ঈদুল আজাহা। এই ঈদুল আজাহা কে সামনে রেখে মুর্শিদাবাদ জেলা ইমাম প্রতিনিধির আবেদন।

    মুর্শিদাবাদ জেলা ইমাম প্রতিনিধি একটি ভিডিও পোস্ট করে ওনার বার্তা দেন। তিনি জেলার সকল মুসলিমকে বাড়িতে থেকেই ঈদ উদযাপন করার আবেদন জানান। তিনি সকলকে অনুরোধ করেন সবাই যেনো ঈদের মতো এবারও ছোটো ছোটো জামাত করে ঈদুল আজাহার নামাজ আদায় করেন। সকলকে যেনো নিজের পশুটি নির্জন জায়গায় কুরবানী করেন। নিজের এলাকার সাম্প্রদায়িক সম্প্রতি যেনো বজায় রাখেন। যেই সমস্ত এলাকায় হিন্দু মুসলিমের সংখ্যা বেশি সেই সমস্ত এলাকা প্রশাসনকে নির্দেশ অনুযায়ী যেনো কুরবানী করেন।

    প্রতিটা মসজিদের ইমাম মৌয়াজিম যেনো প্রশাসনের সাথে যোগাযোগের মধ্যে থাকে। কুরবানী হয়ে যাবার পর যাবতীয় নোংরা জিনিস যেনো মাটিতে পুঁতে দেই সকলেই, কেও যেনো কোনো পুকুরে না ফেলে। মাংস বিতরণের ক্ষেত্রে তিনি বলেন সকলেই যেনো কালো ক্যারিব্যাগ ব্যবহার করে। বাচ্চাদের দিয়ে যেনো মাংস বিতরন না করে, রাত্রি হয়ে গেলে আর কেও যেনো মাংস বিতরণের কাজে লিপ্ত না থাকেন বলে অনুরোধ জানান মুর্শিদাবাদ জেলা ইমাম প্রতিনিধি।