|
---|
বিশেষ প্রতিনিধি, মেদিনীপুর:- প্রয়াত রাজ্য কংগ্রেস সভাপতি সোমেন মিত্রকে শ্রদ্ধা জানানো হলো পশ্চিম মেদিনীপুর জেলা কংগ্রেস, যুব কংগ্রেস ও মহিলা কংগ্রেসের পক্ষ থেকে। বৃহস্পতিবার সকালে জেলা কংগ্রেসের কার্যালয়ে সোমেন মিত্রর প্রতিকৃতিতে মাল্যদান করা হয় । বিকেলে জেলা কংগ্রেস কার্যালয় থেকে একটি মৌন মিছিল গান্ধী মূর্তি পর্যন্ত যায়। সেখানে মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে প্রয়াত নেতা কে শ্রদ্ধা জানানো হয়। পাশাপাশি তাঁর স্মৃতিতে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি সৌমেন খান, শম্ভুনাথ চট্টোপাধ্যায় কুনাল ব্যানার্জি অরূপ মুখার্জি পার্থ ভট্টাচার্য, পঙ্কজ পাত্র, পার্থ বসু,অনিল শিকারিয়া, মান্তু আহমেদ, রাজেশ হোসেন সামসাদ হোসেন প্রমুখ।এই কর্মসূচিতে এসে সোমেন মিত্র কে শ্রদ্ধা জানিয়ে যান সিপিআইএম নেতা সুকুমার আচার্য। পাশাপাশি বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা কংগ্রেস কার্যালয়ে প্রয়াত কংগ্রেস নেতা রঞ্জিত মল্লিকের স্মরণ সভায় কংগ্রেস নেতা কর্মীরা যোগ দেন।