বাসের মধ্যে মোবাইলে লুকিয়ে যুবতীর ছবি তোলার অভিযোগ।

নতুন গতি নিউজ ডেস্ক। গতকাল দুপুর সাড়ে তিনটে। রুবি ক্রসিং-এ ট্রাফিকের দায়িত্ব সামলাচ্ছিলেন কসবা ট্রাফিক গার্ডের দুই সার্জেন্ট মহেন্দ্র মণ্ডল, দিলীপ মাঝি এবং কনস্টেবল পলাশ বিশ্বাস। হঠাৎই তাঁরা লক্ষ্য করেন, একজন যুবতী একটি বাস থেকে নেমে দৌড়ে আসছেন তাঁদের দিকেই। তাঁর চোখেমুখে আতঙ্কের ছাপ। যুবতীটি জানান, বাসের একজন যাত্রী লুকিয়ে মোবাইলে ছবি তুলছিল তাঁর। লুকিয়ে ছবি তোলার আড়ালে নিশ্চিত কোনও অসৎ উদ্দেশ্য আছে বুঝতে পেরেই আতঙ্কিত হয়ে পড়েন সেই যুবতী।

    অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই বাস থেকে নামিয়ে অভিযুক্ত সেই যুবককে পাকড়াও করেন সার্জেন্ট মহেন্দ্র মণ্ডল ও দিলীপ মাঝি। জানা যায়, যুবতীটি ছাত্রী। তাঁর এক বান্ধবীর সঙ্গে নিকো পার্কের সামনে থেকে গড়িয়াগামী বাসে উঠেছিলেন তিনি। হঠাৎই তাঁর বান্ধবী দেখতে পান, সামনের সিটে বসা একজন লুকিয়ে মোবাইলে ছবি তুলছে সেই যুবতীর।সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেন তিনি।ইতিমধ্যে বাস রুবি ক্রসিং-এর কাছে পৌঁছলে জানলা দিয়ে ২ জন সার্জেন্টকে দেখতে পান তিনি। দ্রুত বাস থেকে নেমে সার্জেন্টদের সবটা জানান সেই যুবতী।

    ধৃতের নাম রঞ্জিত চক্রবর্তী। মোবাইল ফোনে লুকিয়ে একাধিক যুবতীর ছবি তুলেছিল সে। তারপরে হোয়াটস্যাপের বিভিন্ন গ্রুপে শেয়ারও করেছিল সেইসব ছবি। তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় কসবা থানায়। বাজেয়াপ্ত করা হয়েছে তার মোবাইলটি। কসবা থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন সেই যুবতীও।

    যুবতীর উপস্থিত বুদ্ধি আর তৎপরতাতেই ধরা সম্ভব হয়েছে অভিযুক্ত রঞ্জিত চক্রবর্তীকে।