রোজভ্যালি-কাণ্ডে ইডি এর দফতরে আজ ঋতুপর্ণা সেনগুপ্ত।

নতুন গতি নিউজ ডেস্ক। আজ বেলা ১২টা নাগাদ তিনি সল্টলেকের সিজিও কমপ্লেক্সে পৌঁছন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। রোজভ্যালি-কাণ্ডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর দফতরে জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হয়েছে তার।

    অভিনেত্রীর বয়ানও রেকর্ড করা হবে বলে সূত্র এ জানিয়েছে। জেরার আগে ঋতুপর্ণা বলেন, “ওঁদের কিছু জানার আছে। আমি এসেছি। আমাদের সংস্থাকে নোটিস পাঠানো হয়েছিল। আমি এসেছি। এখনই বেশি কিছু বলা যাচ্ছে না। আগে ওঁদের সঙ্গে দেখা করি, তার পর বিষয়টি নিয়ে বলতে পারব।”

    ইডি সূত্রে জানা গিয়েছে, রোজভ্যালি গ্রুপ বেশ কয়েকটি সিনেমা প্রযোজনা করে। সেই সূত্রে সংস্থার কর্ণধার গৌতম কুণ্ডুর সঙ্গে যোগাযোগ হয় ঋতুপর্ণার। পরে অভিনেত্রীর সংস্থার সঙ্গে একটি চুক্তি হয় রোজভ্যালি গ্রুপের। সে বিষয়ে জানতে চান কেন্দ্রীয় সংস্থার আধিকারিকেরা। অভিযোগ, অভিনেত্রীর একটি বিদেশ সফরের সঙ্গে রোজভ্যালি সংস্থার আর্থিক লেনদেন হয়েছে। বিষয়টি আদৌ ঠিক কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। যদিও তিনি রোজভ্যালির টাকায় বিদেশ সফরে গিয়ে থাকেন, তা হলে কেন গিয়েছিলেন তা জানতে চাইতে পারেন ইডি অফিসাররা।…