|
---|
আজিম শেখ নতুন গতি, রামপুরহাট : ২০ শে আগস্ট, ভরতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ৭৫ তম জন্মদিন পালন করলেন বীরভূম জেলা কংগ্রেস। হাঁসন বিধানসভাই মিল্টন রশিদ ঢাক বাজিয়ে সবাই কে কেক খাওয়ের পালন করলেন এই জন্মদিন।
এ ছাড়াও এদিন সকালবেলা রামপুরহাট ফুটপাত ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি (কংগ্রেস) শহরের প্রনকেন্দ্র পাঁচ মাথায় প্রয়াত প্রধান মন্ত্রী রাজীব গান্ধীর ছবি তে মাল্যদান করে মিষ্টি মুখ করেন। সমিতির সভাপতি সাহাজাদা কিনু জানান প্রতিবছরের ন্যায় এবারে ও আমরা রাজীব গান্ধীর জন্মদিন পালন করলাম। অন্যদিকে জেলার সদর সিউড়ি তে জেলা কংগ্রেসের পক্ষ থেকে জেলা সভাপতি সঞ্জয় অধিকারী র উদ্দ্যোগে পালিত হয় রাজীব গান্ধীর জন্মদিন।