|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: উদ্বেগের পারদ চড়িয়ে রাজ্যে ফের দৈনিক করোনার সংক্রমণ হাজার ছুঁইছুঁই। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী রাজ্যে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৯৭৬ জন। এই সময় পর্বে করোনা সংক্রমিত হয়ে প্রাণ হারিয়েছেন ১৫ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন ৮৩৭ জন।
বুধবার প্রকাশিত সরকারি বুলেটিন বলছে, দৈনিক সংক্রমণে শীর্ষে কলকাতা, একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ২৭২ জন। কলকাতায় একদিনে করোনা আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। উদ্বেগ বাড়িয়ে জলপাইগুড়িতে একদিনে ৪ জনের মৃত্যু হয়েছে এই সময় পর্বে। ২৫ জন সংক্রমিত হয়েছেন সেখানে। উত্তর ২৪ পরগনায় একদিনে আক্রান্ত ১৫৯ জন, ৩ জনের মৃত্যু হয়েছে। সরকারি হিসেব বলছে দক্ষিণ ২৪ পরগনায় একদিনে আক্রান্তের সংখ্যা ৭৯ জন। সেখানে ২ জনের মৃত্যু হয়েছে।
ফের ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ। মেদিনীপুর, হাওড়ার বহু এলাকাকে মাইক্রো কনটেনমেন্ট জোন করা হয়েছে। করোনা সংক্রমণ রুখতে পথে নেমেছ পুলিশ। মাস্ক বিলির পাশাপাশি, করোনা নিয়ে সাধারণ মানুষকে সচেতন করা হয়।
উল্লেখ্য, করোনাকালে দীর্ঘ দিন বন্ধ থাকার পর রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি খোলার তোরজোড় শুরু হয়েছে। কিন্তু এখনও বন্ধ রয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। সূত্রের খবর, রাজ্যের তরফে এখনও কোনও নির্দেশ যায়নি বিশ্বভারতীতে। যদিও কোভিড বিধি মেনে প্রতিষ্ঠান খোলার পক্ষে মত দিয়েছেন পড়ুয়াদের একাংশ।
দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৫৫ হাজার ৬৫৩ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪২ লক্ষ ১৫ হাজার ৬৫৩। অ্যাক্টিভ কেসের সংখ্যা ১ লক্ষ ৬২ হাজার ৬৬১। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ৩৫ লক্ষ ৯৭ হাজার ৩৩৯ জন। একদিনে ১৪ হাজার ২১ জন সুস্থ হয়েছেন। বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪৯ লক্ষ ৬২ হাজার ৭৫০ জনের। মোট আক্রান্তের সংখ্যা ২৪ কোটি ৪৪ লক্ষ ৩৩ হাজার ৫৯।