|
---|
বাবলু হাসান লস্কর, রায়দিঘী: বিধান সভার জনবহুল বাজারে করোনা সচেতনতার বার্তা বিধায়ক ডাঃ অলোক জলদাতার। বাজারে ক্রেতা এবং বিক্রেতাদের মাস্ক নিয়ে সচেতন করছেন বিধায়ক এমনই ছবি দেখা গেল রায়দিঘীতে। বৃহস্পতিবার মথুরাপুর ২ নং ব্লক জুড়ে করোনা সচেতনতায় পথে নামল রায়দিঘীর বিধায়ক ডাঃ অলক জলদাতা। রায়দিঘীর নগেন্দ্রপুর, খাড়ি, কাশীনগর সহ একাধিক জায়গায় আজ করোনা সচেতনতায় প্রচার চালানো হয়। পথসভা, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ ও নিরবচ্ছিন্ন প্রচারের মাধ্যমে সাধরণ মানুষ জনকে করোনা ভাইরাস নিয়ে সচেতন করার লক্ষেই এই কর্মসূচি নেওয়া হয় মথুরাপুর ২ নং ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে।
আজকের এই কর্মসূচিতে রায়দিঘীর বিধায়ক ডাঃ অলোক জলদাতা এছাড়াও উপস্থিত ছিলেন মথুরাপুর ২ নং ব্লক পঞ্চায়েতে সমিতির কার্যকরী সভাপতি জয়ভূষণ ভান্ডারী, শিক্ষা কর্মাধক্ষ্য ভোলানাথ প্রামানিক, সিরাজউদ্দিন বৈদ্য সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা। করোনা নিয়ে সাধারণ মানুষজনকে আরও বেশি করে সচেতন করতে এবং মথুরাপুর ২ নং ব্লককে করোনা মুক্ত করতে এই কর্মসূচি বলে খবর। এমনি উদ্যোগ রায়দিঘির মানুষের কাছে কাঙ্খিত।