|
---|
আজিম সেখ,নতুন গতি,মেদিনীপুর:-করোনা তহবিলে ১০ হাজার দান করলো সৃষ্টি দুর্গোৎসব কমিটি।করোনা পরিস্থিতি মোকাবিলায় সমাজের বিভিন্ন অংশের মানুষের পাশাপাশি এগিয়ে এলো পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের গোলকুঁয়ারচকের ‘সৃষ্টি’ সর্বজনীন দুর্গোৎসব কমিটি। কমিটিরর পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দশহাজার এক টাকার চেক তুলে দেওয়া হয়। প্রশাসনের পক্ষে চেক গ্রহণ করেন মেদিনীপুর সদরের মহকুমা শাসক দীন নারায়ন ঘোষ। উপস্থিত ছিলেন সভাপতি বিপ্লব বসু,সুতপা বসু, বিশ্বপতি রায় চৌধুরী প্রমুখ। পূজা কমিটির সম্পাদক গৌতম মুখার্জী বলেন ,করোনার বিরুদ্ধে লড়াইয়ে রাজ্য সরকারের পাশে থাকার এটি আমাদের একটি ক্ষুদ্র প্রয়াস মাত্র।