করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল এবার বাংলাদেশে এক আমলার

করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল এবার বাংলাদেশে এক আমলার

    নতুন গতি ওয়েব ডেস্ক: এবার করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক ডিরেক্টর। তাঁর বয়স ৪৫ বছর। জানা গিয়েছে, ২২ মার্চ জ্বর আসে এই আমলার। তখনও তাপমাত্র কম ছিল। জ্বরের সঙ্গে হালকা কাশিও ছিল। জ্বর নিয়েই তিনি অফিস করেন। ৩০ তারিখ ফের জ্বর আসায় রাতেই তাঁকে করোনা পজিটিভ বলে জানানো হয়। এরপর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। সোমবার সকালে তিনি মারা যান। ২৪-২৫ মার্চ অফিস করার সময় এই দুদক কর্মকর্তার সংস্পর্শে আসা কর্মকর্তা-কর্মচারীদের কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। শনিবার স্বাস্থ্যদফতর জানিয়েছে, ৮ মার্চ থেকে বাংলাদেশে করোনাভাইরাস শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ৮৮। মারা গেছেন ৯ জন। এখনও পর্যন্ত সুস্থ ৩৩ হয়েছেন জন।