আবারও করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন এক পুলিশ আধিকারি

 

    নতুন গতি, ওয়েব ডেস্ক : কিছুদিন আগে করোনা আক্রান্ত হয়ে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন কলকাতা ট্রাফিক পুলিশের ইকুইপমেন্ট সেলের অফিসার ইন-চার্জ অভিজ্ঞান মুখোপাধ্যায়ের। আজকে সকাল পৌনে নটা নাগাদ সেই হাসপাতালে মৃত্যু বরণ করেন তিনি। হাসপাতালের তরফে জানানো হয় আজকে সকালে ওনার হার্ট অ্যাটাক হয়, অনেক চেষ্টা করার পরও ওনাকে বাচাতে পারা গেলো না।

    ওনার এই মৃত্যুর খবর কলকাতা পুলিসের তরফেও জানানো হয়। কলকাতা পুলিশ বলেছে অফিসার অভিজ্ঞান মুখোপাধ্যায় বাবু সামনের সারিতে দাঁড়িয়ে করোনার সাথে লড়াই করেছে যার কারণেই উনি করোনায় আক্রান্ত হয়েছেন। জানানো হয়েছে, ওই অফিসারের পরিবারের হাতে রাজ্য সরকারের স্বাস্থ্য বিমা অনুযায়ী দশ লক্ষ টাকা তুলে দেওয়া হবে শীঘ্রই।

    করোনার সাথে লড়াই করতে প্রথম সারিতে আছে পুলিশ অধিকারী ও স্বাস্থ্য কর্মীরা, একের পর এক পুলিশ ও স্বাস্থ্য কর্মীদের করোনা আক্রান্ত নিয়ে চিন্তিত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নবান্নে বৈঠকে অনেকবার তিনি বলেছেন, পুলিশ ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষিত থাকতে হবে। নইলে অন্যদের সুরক্ষিত রাখা যাবে না। প্রশাসনের সঙ্গে যুক্ত কর্মীরা যাতে সবসময় মাস্ক ও প্রয়োজনীয় সুরক্ষা বজায় রাখেন, সেই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।