|
---|
ভারতে একদিনেই করোনা আক্রান্তের বাড়ল ৮৮ জন। মোট আক্রান্ত ৭২৪। মৃতের সংখ্যা দাঁড়াল ১৭
নতুন গতি ওয়েব ডেস্ক:
ভারতে একদিনেই করোনা আক্রান্তের বাড়ল ৮৮ জন। মোট আক্রান্ত ৭২৪। মৃতের সংখ্যা দাঁড়াল ১৭। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের হিসেবে বৃহস্পতিবার রাত পর্যন্ত গুজরাত ও মহারাষ্ট্রে ৩ জন করে, কর্নাটকে ২, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, বিহার, পাঞ্জাব, দিল্লি, পশ্চিমবঙ্গ, হিমাচলপ্রদেশ, জম্মু কাশ্মীরে ১ জন করে মারা গিয়েছেন। শুক্রবার রাজস্থানের ভিলওয়ারায় মৃত্যু হয়েছে করোনায় আক্রান্ত ৬০ বছরের এক বৃদ্ধের। তাঁর উচ্চ রক্তচাপ ও কিডনির সমস্যা ছিল। মৃতের দুই আত্মীয়েরও ভাইরাস ধরা পড়েছে। নাগপুরে তিনজন পুরুষ ও দুজন মহিলার সংক্রমণ ধরা পড়েছে। মহারাষ্ট্রে মোট আক্রান্ত ১৩৫। তেলেঙ্গানায় আক্রান্ত ৪৫। আগ্রায় আক্রান্ত ১ জন