|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: দেশে করোনা অসংখ্য ক্রমে বেড়েই চলেছে সংক্রমিত ব্যক্তিদের সংখ্যা 600 ছাড়িয়েছে এবং 11 জন মানুষ মারা গেছে। এই মহামারী পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার জন্য দেশের সরকার গোটা দেশজুড়ে আগামী 15 এপ্রিল অব্দি লকডাউন কারফিউ জারি করা হয়েছে যাতে কোন ভাইরাসের ফলে মহামারী কে ঠেকানো যায়।https://twitter.com/AIMPLB_Official/status/1243202888190447616?s=19
দেশের সরকারের তরফ থেকে এবং বিভিন্ন রাজ্য সরকারের তরফ থেকে সাধারণ মানুষের কাছে বারবার নির্দেশিকা জারি করে জানানো হয়েছে মানুষ যেন রাস্তায় না বের হয় এবং কোথাও যেন মানুষ ঘিন্না করে।
এই পরিস্থিতিতে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে আগামীকাল জুম্মার নামাজের বদলে সবাই যে যার বাড়িতে জোহরের নামাজ পড়তে। দেশজুড়ে জারি হওয়া কারফিউ এবং মহামারীর বিষয়টি মাথায় রেখেই অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যাচ্ছে।