|
---|
নিজস্ব সংবাদদাতা : স্বামীর মৃত্যুশোক সহ্য করতে পারেননি। তাঁর শ্রাদ্ধের দিন গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলেন স্ত্রী। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুরে।
নদীয়ার শান্তিপুর পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের কেসি দাস রোডের বাসিন্দা ছিলেন সৌগত মঠ। পাড়ার মোড়ে ফাস্টফুডের দোকান ছিল তাঁর। গত ৭ জুন মাত্র ৩৭ বছর বয়সে আকস্মিক ভাবেই মৃত্যু হয় সৌগতের। পরিবারে আছেন স্ত্রী, ১০ বছরের কন্যা এবং বৃদ্ধ বাবা-মা। সেই সৌগতের শ্রাদ্ধের দিন গলায় দড়ি দেন তাঁর স্ত্রী।স্থানীয় সূত্রে খবর, স্বামীর এমন আকস্মিক মৃত্যুতে মানসিক ভাবে ধাক্কা খান স্ত্রী। এমনকি স্বামীর মৃত্যুর পর থেকে নিজেকে প্রায় ঘরবন্দি করে ফেলেন তিনি। এর পর শনিবার রাতে দোতলার একটি ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন তিনি।রবিবার সকালে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। তাঁদের চিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরা।
এর পর খবর যায় শান্তিপুর থানায়। পুলিশ এসে যুবতীর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। মাত্র দু’সপ্তাহের মধ্যে স্বামী-স্ত্রীর মৃত্যুতে শোকের আবহ তৈরি হয়েছে এলাকায়।