নিম্নচাপের জেরে সমস্যায় গঙ্গাসাগরের দুর্গাপূজা মন্ডপ টুইন টাওয়ার

নুরউদ্দিন, গঙ্গাসাগর:বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে সমস্যায় গঙ্গাসাগরের দুর্গাপূজা মন্ডপ টুইন টাওয়ার।হাতেগোনা কয়েকটা দিন বাকি বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। তার আগে বঙ্গোপসাগরে নিম্নচাপে জেরে সুন্দরবনের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে বৃষ্টি। আর এই বৃষ্টির জেরে এবার সমস্যায় পরল দক্ষিণ 24 পরগনা জেলার গঙ্গাসাগরের কচুবেড়িয়া জয়গুরু আশ্রম মোড় দুর্গা উৎসব কমিটি। তাদের এবছরের এই পুজো ৬১ তম বছর তাদের ভাবনা সাত লক্ষ টাকা বাজেট টুইন টাওয়ার। বৃষ্টির জেরে টুইন টাওয়ার বানাতে সমস্যায় পড়তে হচ্ছে পুজো উদ্যোক্তাদের ও মন্ডপ মালিক দিন রাত এক করে প্রায় এক মাস ধরে কাজ করছে ১২ থেকে ১৫ জন। তবে সময়ে মণ্ডপ কমপ্লিট করতে পারবে কিনা সেটাই এখন চিন্তায় পুজো উদ্যোক্তারা। গঙ্গাসাগরে এই প্রথম টুইন টাওয়ার হয় প্রচুর দর্শনার্থীর ভিড় হবে বলে মনে করছে পুজো উদ্যোক্তারা।

     

    নুর উদ্দিনের রিপোর্ট নতুন গতি!