|
---|
বাইজিদ মন্ডল, ডায়মন্ড হারবার:- বর্তমানে করোনা নামক মরণ ব্যাধির কারণে লকডাউন আর এই লকডাউনের মধ্যে দিয়ে সোশ্যাল ডিসটেন্স মেন্টেন্স করে গুটি কয়েক মানুষদের নিয়ে গান ও বিভিন্ন সঙ্গীতের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর্থিক সাহায্যে ডা: হা: ২নম্বর ব্লক সভাপতি অরূময় গায়েনের উদ্যোগে করোনার সকল বিধি মেনে ও সামাজিক দুরত্ব বজায় রেখে গোয়ানারা গোবিন্দপুর রায়চক ভিলায়, অষ্টমী নাট্য সংস্থা যাত্রা পালার কাজ হারা সকল শিল্পীদের দূর্গো উৎসবের উপহার হাতে তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন অষ্টমী নাট্য সংস্থা যাত্রা পালার সভাপতি অরুময় গায়েন, সম্পাদক অরিন্দম ঘোষ, কোষাধক্ষ্য সুজন প্রমানিক, এছাড়াও তাপস মন্ডল, সেলিম শেখ, কার্তিক গাঙ্গুলি,সন্দীপ কয়াল, তাপস মিস্ত্রি, নকিবুদ্দীন গাজী সহ অষ্টমী নাট্য সংস্থা যাত্রা পালার সকল শিল্পী ও কর্মচারীরা।