|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: “আরো ভয়ঙ্কর রূপে আসতে চলেছে করোনা” আশংকা প্রকাশ WHO এর।
তাদের বক্তব্য “নয়া ভ্যারিয়েন্টটি XE নামে পরিচিত। আর এই স্ট্রেনই ওমিক্রনের সাব ভ্য়ারিয়েন্ট BA.2-এর চেয়ে অন্তত দশ গুণ বেশি সংক্রামক। সবচেয়ে সংক্রামক স্ট্রেন হতে চলেছে এটি।”
জানা গেছে, ওমিক্রনের দুটি ভ্যারিয়েন্ট BA.1 এবং BA.2 মিউটেড হয়েই জন্ম নিচ্ছে XE। গত ১৯ জানুয়ারি প্রথমবার ব্রিটেনে এই ভ্যারিয়েন্টের সন্ধান পাওয়া গিয়েছিল। তারপর থেকে এই স্ট্রেনে ৬০০ জনের আক্রান্তের খবর এসেছে।