রামপুরহাট গণহত্যার প্রতিবাদে হাবড়ায় সিপিএমের বিক্ষোভ মিছিল ও পথ অবরোধ

মহঃ মফিজুর রহমান, উত্তর ২৪ পরগণা : ছাত্রনেতা আনিস খানের হত্যাকাণ্ড নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। এক মাস পেরিয়ে গেলেও তার ন্যায় বিচারের কোনো সম্ভবনা দেখছে না বিরোধীরা । ফলে ন্যায় বিচারের দাবিতে প্রতিদিন রাস্তায় নামছে কোনো না কোনো রাজনৈতিক দল বা সংগঠন।

    এদিকে আনিস হত্যার রেশ কাটতে না কাটতেই মঙ্গলবার রাতে ১০-১২ জনকে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে রামপুরহাটে । তারই প্রতিবাদে আজ বিকালে উত্তর ২৪ পরগণার হাবড়ায় বিক্ষোভ মিছিল ও পথ অবরোধ করে সিপিআইএম ।

    সিপিএমের হাবড়া শহর এরিয়া কমিটি আয়োজিত বিক্ষোভ মিছিলটি হাবড়া ১ নম্বর রেলগেট থেকে শুরু হয়ে নগর উখরা মোড়ে এসে শেষ হয় । মিছিলের নেতৃত্বে ছিলেন সিপিএমের উত্তর ২৪ পরগণা জেলা কমিটির সদস্য রিজিনন্দন বিশ্বাস ও হাবড়া শহর এরিয়া কমিটির সম্পাদক আশুতোষ রায়চৌধুরী । রামপুরহাট গণহত্যার প্রতিবাদে গর্জে ওঠেন বিক্ষোভকারীরা ।

    মিছিল শেষে হাবড়া থানার সামনে পথ অবরোধ করেন তারা । প্রায় আধ ঘন্টা চলে এই অবরোধ । সিপিএম নেতা রিজিনন্দন বিশ্বাসের অভিযোগ, রামপুরহাটের ঘটনা আমাদের দেখিয়ে দিল পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি ঠিক কোন জায়গাতে দাড়িতে আছে । বাম যুব নেতা দিবাকর মিত্রের কথায়, এই নৃশংসতা আমাদের আদিম জায়গাতে ফিরিয়ে নিয়ে যাবে , আমরা যদি এখন এর কোন প্রতিবাদ না করি তবে পশ্চিমবঙ্গের সব জায়গাতেই রামপুরহাট তৈরী হবে!