|
---|
মো: নাজমুস সাহাদাত,মালদা,নতুন গতি :
আজ পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পি সংঘের মালদা জেলা hকমিটির ৭ম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল। মালদহ শহরের রামকৃষ্ণ পল্লীর সবুজ অবুজ শিশু অঙ্গনে অনুষ্ঠিত হয় এই মালদহ জেলা সম্মেলন।
পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পি সংঘের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য ভানু কিশোর সরকার সংগঠনের পতাকা উত্তোলন করে এই সম্মেলন এর কাজ উদ্ধোধন করেন।
এই সম্মেলনে বিশেষ বক্তৃতা দেন সংঘের মালদহ জেলা সভাপতি ড. পুষ্পজিৎ রায় মহাশয়।
এছাড়াও উক্ত সম্মেলনে সংগঠনের মুখপত্র “সময়ের সংলাপ” পত্রিকার উদ্ধোধন করেন ড. সুব্রত সোম মহাশয়।
এই সম্মেলনের শুরুতে সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন সংঘের মালদহ জেলার সহ সম্পাদক বিকাশ কুমার সাহেব।
এবং সম্পাদকীয় প্রতিবেদনের উপর বিশেষ ভাবে বিশ্লেষণ করেন, উমার ফারুক,অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল, অধ্যাপিকা বাণী মিশ্র,মিনতি সেন, সুকুমার মণ্ডল এবং দীপক মণ্ডল প্রমুখ।
তারপরে পরেই শুরু হয় বিভিন্ন অনুষ্ঠান সূচী। যেখানে গ্রামের মেয়েরা বিয়ের গান পরিবেশন করেন। এছাড়াও উক্ত সম্মেলনে রবীন্দ্র সংগীতের গান গাওয়া সাঁওতালি ভাষায় অনুবাদ করে সুর তুলেন সংঘের সদস্যা অন্নপূর্ণা।
এবং বিভিন্ন বিষয়ের ওপর ৯টি প্রস্তাব গৃহিত হয়েছে।