|
---|
রফিকউদ্দিনঃ পূর্ব বর্ধমান জেলার নিমো ২গ্রাম পঞ্চায়েতের কেন্না গ্রামে তৃণমূল পরিচালিত এই নতুন পঞ্চায়েত গঠিত হয়৷ পঞ্চায়েত প্রধান সুমিতা মাঝি, উপপ্রধান জাহির হোসেন৷ কাজ দায়িত্ব পেয়ে সঙ্গে সঙ্গে একশো দিনের কাজ শুরু করেন এবং গ্রামের মানুষদের নিয়ে জোর কদমে৷ গ্রামের সকল তৃণমূল সদস্য বৃন্দ মিলে এই কাজ করার সহযোগিতা করেন, সেখ রামিজরাজা,মহ় আইজউদ্দিন, কাউম সরকার,ওসমান মল্লিক, নিজামউদ্দিন,সেখ বদরোদ্দোজা প্রমুখ৷