|
---|
আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার বিজ্ঞান ও যুক্তিবাদী সংস্থার সাইকেল র্যালি পৌছাল জলপাইগুড়িতে শুক্রবার রাতে। আলিপুরদুয়ার বিজ্ঞান ও যুক্তিবাদী সংস্থার পক্ষ থেকে আলিপুরদুয়ার থেকে মালদা পর্যন্ত এক সাইকেল রেলি এর মাধ্যমে সাপে কামড়ে আর মৃত্যুর নয় এই বিষয়ে গ্রাম থেকে শহরে প্রতিটি জায়গায় সচেনতা বার্তা পৌঁছে দেওয়ার এক অভিনব কর্মসূচি নেওয়া হয়েছে।
আলিপুরদুয়ার থেকে ফালাকাটা হয়ে ধুপগুড়ি – ময়নাগুড়ি হয়ে জলপাইগুড়িতে পৌচ্ছায়। শহরে একটি পথ সভা ও সচেতনতা প্রচার করা হয় সাপের কামড় নিয়ে। পাশাপাশি গ্রীন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংগঠন সহ বেশ কয়েকটি সংগঠন তরফ থেকে শহরে কদমতলা এলাকায় সংবর্ধনা অনুষ্ঠানের পাশাপাশি পথ চলতি মানুষকে মাস্ক এবং স্যানিটাইজার বিতরণ করা হয়। পথসভার পর জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি ইসলামপুর রায়গঞ্জ ডালখোলা গাজোল হয়ে মালদা পর্যন্ত এই সাইকেল রেলি পৌঁছাবে ১৪ ই ডিসেম্বর। প্রতিটি শহর ও গ্রামে স্ট্রীট কর্নার এবং প্রজেক্টরের মাধ্যমে সাপে কামড়ে আর মৃত্যু নয় বার্তা পৌঁছে দেওয়ার কর্মসূচি নেওয়া হয়েছে ।