ঘূর্ণিঝড় মোকা ধেয়ে যাচ্ছে বাংলাদেশ ও মায়ানমারের দিকে, চিন্তায় প্রহর গুনছে রোহিঙ্গা শিবির

নিজস্ব সংবাদদাতা :ঘূর্ণিঝড় মোকা ক্রমশ বাংলাদেশ এর দিকে ধেয়ে যাচ্ছে। আবহাওয়া দপ্তর থেকে আশঙ্কা করা হয়েছে প্রবল জলোচ্ছ্বাস, সাথে তীব্র হওয়ার গতিবেগ থাকবে। হাওয়ার গতিবেগ সর্বোচ্চ ১১৫ কিলোমিটার পর্যন্ত থাকতে পারে। ইতিমধ্যেই উপকূলবর্তী এলাকাগুলিকে সতর্কতা দেওয়া হয়েছে। অনেকেই আতঙ্কে এই এলাকা ছাড়ছেন। প্রসঙ্গত সেন্ট মার্টিন দ্বীপ থেকে প্রচুর বাসিন্দা অন্যত্র চলে গেছেন। বৃহস্পতিবার থেকেই তারা হোটেলগুলোতে আশ্রয় শুরু করেন বলে জানা গেছে। রোহিঙ্গা শিবির ও বিপদ সংকেত বাড়ছে। উল্লেখ্য বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় কক্সবাজার, সাতক্ষীরা, বরিশাল এলাকায় বরাবর তাণ্ডব দেখায়। বিগত ঘূর্ণিঝড় গুলি যা দেখিয়েছে। ঘূর্ণিঝড় মোকা কক্সবাজার ও মায়ানমারের দিকে ধাবিত হচ্ছে। চিন্তা বাড়ছে রোহিঙ্গা শিবিরে। কক্সবাজারের টেকনাফে অন্তত ১২ লক্ষ রোহিঙ্গা বসবাস করেন। সংলগ্ন এলাকা পাহাড়ি, তাই মাটিতে বালির পরিমাণ বেশি। একদিকে ঘূর্ণিঝড় অপরদিকে অতিবৃষ্টির কারণে পাহাড়ে ধ্বস নামার সম্ভাবনা। সব মিলিয়ে ক্রমশ চিন্তা বাড়ছে রোহিঙ্গা শিবিরে।