|
---|
নিজস্ব সংবাদদাতা মেমারি : ৫ ডিসেম্বর,রবিবার রাতে মেমারি থানার পলিশ গোপন সূত্রে খবর পেয়ে মেমারি সাতগেছিয়া রোড দূর্গাডাঙ্গা মোড় থেকে চার জন যুবক কে পুলিশ গ্রেফতার করে। ঐ চার যুবক কে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে তারা কোন সঠিকভাবে জবাব না দিতে পারায়। চার যুবকের কাছ থেকে উদ্ধার হয় রড লাঠি রামদা ভোজালি দড়ি। উদ্দেশ্য ছিল ডাকাতি করার।পুলিশ সূত্রে জানা যায় ধৃতদের নাম, সেখ শামিম, চন্দন পাল, চাঁদ সেখ, নুর ইসলাম। ধৃত চার জনের বাড়ি মেমারি এলাকায়। সোমবার নির্দিষ্ট ধারাই মামলা রুজু করে ধৃতদের সকালে বর্ধমান জেলা আদালতে পাঠানো হয়েছে। বিচারক ধৃত চারজনে আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দেন।
নূর আহামেদ, মেমারি