|
---|
নতুন গতি নিউজ ডেস্ক,মালদা,১৬ আগস্ট:রবিবার সকালে ভয়াবহ চুরির ঘটনা ঘটলো মালদা কলেজে। বিষয়টি জানাজানি হতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েপড়ে । চুরির ঘটনার খবর পেয়ে মালদা কলেজে পৌঁছায় ইংরেজবাজার থানার পুলিশ এবং সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষের কর্তারা ।প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, মালদা কলেজের উদ্ভিদবিদ্যা এবং জীববিদ্যা দুটি বিভাগের ঘর থেকে মূলত লক্ষাধিক টাকার সামগ্রী চুরি হয়েছে।
চুরি যাওয়া সামগ্রীগুলির মধ্যে রয়েছে ল্যাপটপ,কম্পিউটার, প্রজেক্টার, মাইক্রোস্কোপ।যেগুলোর বর্তমান বাজার মূল্য কয়েক লক্ষ টাকা।এদিন সকালে ওই কলেজের নিরাপত্তাকর্মীরাই প্রথমে বিষয়টি জানতে পারে।ওই দুটি বিভাগের জালনার একটি অংশ ভাঙ্গা দেখেই চুরির বিষয়টি নজরে আসে।এরপর খবর দেওয়া হয় কলেজ কর্তৃপক্ষকে। পরে খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।পুলিশ জানিয়েছে , চুরির ঘটনার বিষয়ে তদন্ত শুরু করা হয়েছে।