|
---|
নিজস্ব প্রতিবেদক:- একদিনের ব্যবধানে ফের মালদহ থেকে প্রায় কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধার (Malda News)। এবার সিআইডির জালে ব্রাউন সুগার সমেত দুই পাচারকারী। বৃহস্পতিবার গভীর রাতে মালদহর কালিয়াচক থানার বালিয়াডাঙ্গ এলাকা থেকে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। দুইজনের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ১ কেজি ৭৩ গ্রাম ব্রাউন সুগার। যার আনুমানিক বাজারমূল্য এক কোটি টাকা এমনটাই দাবি সিআইডি কর্তাদের। বুধবার গভীর রাতে মালদহ শহর থেকে ব্রাউন সুগার সমেত এক মুর্শিদাবাদের দম্পতিকে গ্রেফতার করেছিল স্পেশাল টাস্ক ফোর্স কর্তারা। তাদের কাছে থাকা একটি সাউন্ড সিস্টেমের ভেতর থেকে আড়াই কেজি ব্রাউন সুগার উদ্ধার হয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে আবারো মালদহ জেলায় ব্রাউন সুগার উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য জেলা পুলিশ মহলে।জেলায় আবারো ব্রাউন সুগার চক্র মাথা চাড়া দিচ্ছে, এমনটাই মনে করছেন জেলা পুলিশের একাংশ। যদিও ইতিমধ্যে জেলা পুলিশের পক্ষ থেকে কড়া পদক্ষেপ গ্রহণ করার কাজ শুরু হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে, বৃহস্পতিবার গভীর রাতে কালিয়াচক থানার বালিয়াডাঙ্গা এলাকায় অভিযান চালায় সিআইডির একটি টিম। সেখান থেকে সন্দেহজনক অবস্থায় দুইজনকে আটক করে তল্লাশি চালিয়ে ব্রাউন সুগার উদ্ধার করে তারা। দুই মাদক কারবারীকে গ্রেফতার করে সিআইডি। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ধৃতদের কালিয়াচক থানার পুলিশের হাতে তুলে দেয় তারা।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম রফিকুল মিঞা ও ফিরদৌস মিঞা। বাড়ি মালদহর কালিয়াচক থানার গোলাপগঞ্জ এলাকায়। এদিন রাতে বালিয়াডাঙ্গা এলাকায় বেআইনি ওই ব্রাউন সুগার নিয়ে পাচারের জন্য জড়ো হয়েছিল অভিযুক্তরা, প্রাথমিক অনুমান পুলিশের। সেই খবর গোপন সূত্রে পেয়ে সিআইডি কর্তারা অভিযান চালায় এবং দুইজনকে হাতেনাতে পাকড়াও করে।