|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: মধ্যপ্রদেশের পর এবার সাংবাদিক হেনস্তার সাক্ষী ওড়িশা। থানার দুর্নীতি ফাঁস করায় সাংবাদিককে শিকলবন্দি করে হাসপাতালে নিয়ে যাওয়া হলো।
জানা গেছে, সাংবাদিকের নাম লোকনাথ দালেই, বালাসোরের বাসিন্দা। আহত সাংবাদিকের অভিযোগ “বুধবার সকালে আমাকে নীলগিরি থানায় জরুরি তলব করা হয়। আমার বিরুদ্ধে এক হোম গার্ডকে অশালীন ভাষায় কথাবার্তা বলার অভিযোগ আনা হয়। নিরঞ্জন রানা নামে ওই হোমগার্ডই লিখিত অভিযোগে জানিয়েছিলেন, আমি নাকি তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছি। এর শাস্তি হিসেবে আমাকে বেধড়ক প্রহার করা হয় থানায়। তখন আমাকে হাতকড়া পরিয়ে, পায়ে শিকল বেঁধে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।”
তিনি আরো জানান “হাসপাতালের বিছানায় চিকিৎসা চলাকালীন আমার পা শিকলে বাঁধা ছিল। নীলগিরি থানার দুর্নীতি ফাঁস করার প্রতিশোধ হিসেবেই আমাকে এমন অত্যাচারের মুখে পড়তে হল।”
এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন ডিজিপি। এই ঘটনা প্রকাশ্যে আসায় গর্জে ওঠে সেখানকার সাংবাদিক মহল।