ডেঙ্গি প্রতিরোধে ছাড়া হলো গাপ্পি মাছ

নিজস্ব সংবাদদাতা শিলিগুড়ি : ডেঙ্গি প্রতিরোধে ব্লক প্রশাসনের তরফ থেকে বিভিন্ন নালা ও জলাশয়ে ছাড়া হল গাপ্পি মাছ ।এদিন শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের বিভিন্ন বাজার গ্রামে মাছগুলি ছাড়া হয় বলে সূত্রে খবর।এদিন উপস্থিত ছিলেন ফাঁসিদেওয়া বিডিও সঞ্জু গুহ মজুমদার, পঞ্চায়েত সমিতির সভাপতি রিনা এক্কা, ব্লক স্বাস্থ্য আধিকারিক অরুনব দাস, সহ প্রশাসনের আধিকারিকরা

    । বিডিও সঞ্জু গুহ মজুমদার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান মহকুমা পরিষদ থেকে প্রায় দুই লক্ষ গাপ্পি মাছ ব্লক প্রশাসনকে দেওয়া হয়েছে। যে সকল নালা ও জলাশয় ডেঙ্গুর তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে সেগুলি আমাদের ভিআরপিরা বিভিন্ন জায়গায় চিহ্নিত করে আজ সেই জায়গা গুলিতে গাপ্পি মাছ ছাড়া হয়। এই মাছগুলি যাতে বেঁচে থাকে আগামী দিনে ডেঙ্গুর প্রকোপ টা নিয়ন্ত্রণ করা যেতে পারে।