আজ শিলিগুড়ির উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে এসে মুখ্যমন্ত্রীকে আক্রমন করলেন দার্জিলিং এর সংসদ রাজু বিস্তা

নিজস্ব সংবাদদাতা :মুখ্যমন্ত্রী এসে দেখে যান এখানকার কি অবস্থা যদি ওনার চোখ দিয়ে জল না আসে আমি নিজে সংসদ পদ ছেড়ে দেব।আজ শিলিগুড়ির উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে এসে ঠিক এই ভাষাতেই মুখ্যমন্ত্রীকে আক্রমন করলেন দার্জিলিং এর সংসদ রাজু বিস্তা।তিনি জানালেন সারা ভারতের যত মেডিকেল কলেজ আছে তাদের মধ্যে অন্যতভ জঘন্যতম মেডিক্যাল কলেজ এই উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ।রোগীদের থাকা খাওয়ার ঠিক নেই।নোংরা বাথরুম কিছুই বলবার নেই। কোন রোগির কি রোগ আছে সেটা ডাক্তারেরাই ঠিকমত জানেন না। আমার নিজের দেখা এত খারাপ মেডিক্যাল কলেজ বোধহয় আর কোথাও নেই।শুনেছি পুষ্টিকর খাবার দেওয়া হয় না। রোগীদের কি খাবার দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রী নিজে যদি জানতেন লজ্জায় মাথা নীচু করে চলে যেতেন।ওনার রাজ্যের সাস্থ্য ব্যাবস্থার এই দশা সত্যি সত্যি অবাক লাগে। আমাদের দেশ এখন অনেক উন্নত।আমাদের প্রধানমন্ত্রী নিজে খোজ রাখেন আর এই রাজ্যের মুখ্যমন্ত্রী শুধুমাত্র দেখেই চলে যান। আজকে রোগীরা অভিযোগ করলেন রাতে মশা এত যে বসে থাকতে হয়।অথচ লক্ষ লক্ষ টাকা খরচ করছে কেন্দ্রীয় সরকার।বিছানার চাদর ঠিকমতো পালটানো হয় না। সব জানেন উনি অথচ কিছুই করছেন না।এইভাবে তো রোগ সারাতে এসে রোগীদের রোগ আরো বেড়ে যাবে। আমার বিনিত অনুরোধ মুখ্যমন্ত্রীকে উনি একবার আসুন আমাকে লিখে দিন আমি সব দায়িত্ব নিজে মাথা পেতে নেবো কথা দিয়ে গেলাম।জানালেন সাংসদ।