|
---|
নিজস্ব সংবাদদাতা :নকসালবাড়ির খুশী বর্মন জটিল রোগে আক্রান্ত হয়ে ভর্তি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে।আজ তাকে দেখতে সেখানে যান সাংসদ রাজু বিস্তা।তিনি সেখানে গিয়ে ডাক্তারদের সাথে কথা বলেন। ডাক্তারেরা তাকে জানান ওর চিকিৎসার জন্য আনুমানিক তিন লক্ষ টাকার প্রয়োজন। কিন্তুু খুশি বর্মনের বাবা সামান্য কর্মচারী এক দোকানের।তার পক্ষে এত টাকা জোগার করা সম্ভব নয় কোনভাবেই। রাজু বিস্তা জানান তিনি সবদিক থেকে চেষ্টা করছেন যাতে তার চিকিৎসা করে দেওয়া যায়।পরে রাজু বিস্তা সাংবাদিকদের জানান আমাদের দলের পক্ষ থেকে ওর চিকিৎসার যাবতীয় দায়িত্ব নিয়ে নেওয়া হবে। আমি ব্যক্তিগত ভাবে ওর জন্য যতটুকু করতে পারা যায় তা করব। আমি নিজে যতটা পারা যায় থেকে ওর চিকিৎসা করব। শুনেছি ও ভালো ছাত্রী তাই সুস্থ হয়ে ও যাতে ঠিকমত পড়াশোনা করতে পারে সেটাও দেখবো আমরা। এদিন সাংসদ নিজে খুশি বর্মনের বাবার হাতে আর্থিক সাহায্য তুলে দেন এবং জানান তার মেয়েকে বাইরে নিয়ে গিয়ে যাবতীয় চিকিৎসা তিনি করাবেন। যাবার সময় সাংসদ ডাক্তারদের সাথে আলোচনা করে যান।