|
---|
নিজস্ব সংবাদদাতা :বিগত কয়েকদিন ধরে দেখা যাচ্ছে রাজ্য জুড়ে বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হচ্ছে। গরম অনেকটাই কমেছে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে শনিবারেও উত্তরবঙ্গের পাঁচ জেলায়, দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাদবাকি এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা। অপরদিকে দক্ষিণবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে গতকালের থেকে বৃষ্টিপাত কিছুটা কম হতে পারে এমনটাই জানানো হয়েছে। আজ সকাল থেকেই কলকাতার আকাশ ছিল মেঘলা, দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করেছে।