রোদের দেখা নেই, শীতের আমেজ শিলিগুড়িতে

সজল দাশগুপ্ত, শিলিগুড়ি :পাহাড়ে তুষারপাত হয়েছে, বছরের প্রথম তুষারপাতের দৃশ্য চাক্ষুষ করতে পেরে খুশির হাওয়া পর্যটকদের মধ্যে। পাহাড়ের সাথে সাথে সমতলেও শীতের পরশ উত্তরবঙ্গে। বেশ কিছুদিন ধরেই উত্তরবঙ্গে শীতের আমেজ। তবে পাহাড়ে তুষারপাতের পর পরিস্থিতি যেন আরো বদলে গেছে। আজ সকাল থেকেই রোদের দেখা মেলেনি শিলিগুড়িতে। কুয়াশাচ্ছন্ন ছিল আকাশ। সকাল থেকেই ঠান্ডা জাঁকিয়ে পড়েছে, এদিন সকাল থেকেই গরম জামা গায়ে দিয়ে বেরিয়েছেন অনেকেই। দুপুর গড়িয়ে বিকেল পরতে ঠান্ডা যেন আরো অনেকটাই বেড়ে গেছে, আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছিল উত্তরবঙ্গে পারদ পতন হবে। পাহাড়ের সঙ্গে সমতলেও তাপমাত্রা ক্রমশই নিম্নমুখী হবে। এদিন সকাল হতেই সে বিষয়ে স্পষ্ট হয়, শিলিগুড়িসহ গোটা উত্তরবঙ্গে চলছে শীতের আমেজ।