বিহারে গ্রেপ্তার চোরা লাশ চলনকারি

মহম্মদ রিপন, নতুন গতি :

    মঙ্গলবার সরকারী রেলওয়ে পুলিশ (জিআরপি) সদস্যরা সন্দেহভাজন লাশের চোরাচালানকারীকে গ্রেপ্তার করে বিহারের সরণ জেলার চ্যাপড়া রেলওয়ে স্টেশন থেকে 50 জন মানুষের হাত থেকে উদ্ধার করে।সঞ্জয় প্রসাদ নামে পরিচিত গ্রেফতারকৃত ব্যক্তি বালিয়া-শিয়ালদা এক্সপ্রেস ভ্রমণ করছেন।জিআরপি অফিসার সন্দেহ করেন যে, উত্তর প্রদেশের বালিয়া থেকে পাখি আনা হচ্ছে ভুটানের মাধ্যমে চীনে চোরাচালান করা।প্রসাদকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার মোবাইল যোগাযোগও স্ক্যান করা হচ্ছে বলে জানান তারা।
    সোনাপুরের উপপরিদর্শক (রেল) তানভীর জানান, জিআরপি সদস্যরা নেপাল ও ভুটান মুদ্রা, অনেক এটিএম কার্ড, দুটি পরিচয়পত্র এবং সিম কার্ড উদ্ধার করেছে। পশ্চিমবঙ্গের নতুন জলপাইগুড়ি থেকে দ্বিতীয় কার্ডটি পশ্চিম চম্পারানের পাহাড়পুরের একটি পরিচয়পত্রের ঠিকানা ছিল, তবে ডিএসপি জানায়।তানভীর বলেন, “বুধবার আদালতে হাজির হলে গ্রেফতারকৃত ব্যক্তিটিকে রিমান্ডে নেবে”