|
---|
নবাব মল্লিক, রায়দিঘী: ডেঙ্গু এবং ম্যালেরিয়া নিয়ন্ত্রণে রায়দিঘী গ্রামীণ হসপিটালের পক্ষ থেকে বুধবার দুপুর ১২ টায় কীটনাশকযুক্ত মশারি বিতরণ করা হল। এই মশারিগুলি পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ভবনের ত্বত্বাবধানে ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার পরিচালনায় রায়দিঘী গ্রামীণ হসপিটালের উদ্যোগে প্রায় ৭০০ পরিবারের মধ্যে এই মশারি বিতরণ করা হয়েছে। এই মশারি বিতরণ উপলক্ষ্যে উপস্থিত ছিলেন মথুরাপুর ২ নং ব্লকের ব্লক ম্যেডিক্যাল অফিসার প্রণবেশ হালদার এবং রায়দিঘী গ্রাম পঞ্চায়েতের প্রধাণ প্রভাকর ময়রা এবং রায়দিঘী গ্রামীণ হসপিটালের সমস্ত স্বাস্থ্য কর্মী এবং ভিআরপি কর্মীরা। এই কীটনাশক যুক্ত মশারিগুলি ডেঙ্গু এবং ম্যালেরিয়া রুখতে অনেকাংশে সক্ষম তবে এই মশারিগুলি কীটনাশক যুক্ত মশারি হওয়ায় সাধারণ মশারির মতো ব্যবহার না করে বিশেষ উপায়ে ব্যবহার করার পরামর্শ দিয়েছেন ব্লক ম্যেডিক্যাল অফিসার প্রণবেশ হালদার।